খোকসায় তিন জনের করোনা জয়

0
201
Khoksa-Dro-18-p-12-compressed
খোকসার করোনা জয়ীদের ফুলেল শুভেচ্ছা

নাজমুল হাসান

কুষ্টিয়ার খোকসায় করোনা জয়ী তিন জনকে স্বাস্থ্য বিভাগ ছাড়পত্র দিয়েছে। এ সময় সুস্থ রোগীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল করোনা জয়ীদের ফুলেল শুভেচ্ছাসহ ছাড়পত্র প্রদান করেন।

খোকসার করোনা জয়ীরা হলেন আরিফুল, মফিজ উদ্দিন ও শুকুর আলী । এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মে মাসের ২৮ তারিখে ঢাকা থেকে গার্মেন্টস কর্মীরা খোকসায় আসেন। তাদের মধ্যে আরিফুল মফিজুল ও শুকুর আলীর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তাদের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। আক্রান্ত রোগীরা সবাই নিজ বাড়ী থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। ১৬ জুন তাদের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

বর্তমানে উপজেলায় ৯জন রোগীর মধ্যে ১জন স্বাস্থ্য কর্মী বাদে বাকী ৮ জন নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান বলেন, শুধুমাত্র বাইরে থেকে আসা রোগীদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। খোকসায় করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সফরমেশন ঘটেনি। স্বাস্থ্য বিধি ও  সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান।

 

আরও পড়ুন

কুষ্টিয়া ও ভেড়ামারায় কঠোরভাবে লক ডাউন শুরু