কুষ্টিয়া পৌরসভার মেয়রের কার্যালয়ে চুরি

0
100

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার মেয়রের অফিসের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।

রবিবার সকালে চুরির বিষয়টি সবার নজরে আসে।

জানা গেছে, রবিবার সকালে অফিসের কর্মচারীরা মেয়র আনোয়ার আলীর অফিস রুমের তালা ভাঙা দেখতে পান। তারা ভেতরে ঢুকে মেয়রের কার্যালয়ের আলমারি খোলা দেখতে পান। সেই সাথে কাগজপত্র এলোমেলো মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে কার্যালয় থেকে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির বিষয়টি নজরে আসে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ শুরু করেছে।

চুরির ঘটনা সম্পর্কে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী জানান, সকালে শুনতে পেলাম আমার অফিস রুমের তালা ভেঙে চুরি সংঘটিত হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি যায়নি। তবে যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, মেয়রের কার্যালয়টি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন খান জানান, মেয়রের কার্যালয়ে চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত এবং আটকের জন্য সব ধরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।