খোকসায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

0
98

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একদিনের প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে খোকসা-জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭৮ কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফুল আলম তসর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদকের শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রদর্শনীতে ৪০ টি স্টলে খামারীরা তাদের পোষ্য গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে আসেন।

এ দিন বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদশর্নীর সমাপণী ঘোষনা করেন। প্রধান অতিথি খামারি ও কৃষকেদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

উপজেলা প্রণি সম্পদ কর্মকর্তা সাহিনা বেগম সমাপনী অনুষ্ঠানে সভপতিত্ব করেন।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।