কুষ্টিয়ায় নমুনা না দিয়েই করোনা পজেটিভ

0
142
Kushtia-Dro-25-p-

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের এক বাসিন্দা পরীক্ষার জন্য নমুনা না দিলেও করোনা ‘পজিটিভ’ হয়েছেন। বুধবার রাতে প্রশাসন ও পুলিশ তার বাড়িটি লকডাউন করতে গেলে ব্যাপারটি জানতে পারেন।

ওই ব্যক্তির নাম গোলাম রসুল (৬২)। তিনি কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুরের বাসিন্দা। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগে এমএলএসএস হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালে যান অবসরে।

গোলাম রসুল বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে প্রশাসন ও পুলিশ তাঁর বাড়ি লকডাউন করতে আসে। তারা জানায়, বুধবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় যাঁরা পজিটিভ হয়েছেন, তাঁদের তালিকায় গোলাম রসুলের নাম ও ঠিকানা রয়েছে। গোলাম রসুল বলেন, তাঁর শরীরে কোনো জ্বর, ঠান্ডা, কাশি কিছুই নেই। বাজারঘাটে যান বলে করোনা হতে পারে শঙ্কায় নমুনা দেওয়ার জন্য ফ্লু কর্নারে গিয়েছিলেন।

আরও পড়ুন

খুলনা বিভাগে করোনা আক্রান্ত রোগী তিন হাজার ছাড়ালো

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরুন্নাহার বেগম বলেন, ধারণা করা হচ্ছে। ঔ ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য নাম ঘোষণা করা হলে তাঁর স্থলে অন্য কেউ চেয়ারে বসে নমুনা দিয়েছেন। গোলাম রসুলের স্থলে যিনি নমুনা দিয়েছেন, তাঁকে খোঁজা হচ্ছে। কারণ তিনি তো করোনা পজিটিভ। তাঁর মাধ্যমে অনেকে এখন সংক্রমিত হতে পারে।