রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত, বাড়ছে করোনা রোগীর সংখ্যা

0
154
রাজবাড়ী মাছের বাজারের ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে করোনা ভাইরাস সংক্রামণ রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের উপর সরকারের কঠোর নির্দেশনা থাকলেও সেটা মানছে না এই জেলার বেশির ভাগ মানুষ। তাই প্রতিদিনই এই জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।

প্রথম দিকে প্রশাসন করোনার ব্যাপারে বিশেষ সতর্ক থাকলেও বর্তমানে তাদের কার্যক্রম কম বলে জানিয়েছে সাধারণ মানুষ। সচেতন মহলের দাবী স্বাস্থ্যবিধি অমান্যকারীদের কঠোর শাস্তির বিধানে আনা হোক।

বৃহস্পতিবার সরেজমিনে বাজারগুলোতে দেখা গিয়েছে, ক্রেতাদের মধ্যে সামজিক দূরত্ব পালনের উদাসীনতা। দোকানগুলোতে গাদাগাদি ভিড়। চায়ের দোকান চলছে আড্ডা। সড়কগুলো জুড়ে মাস্কবিহীন মানুষের চলাফেরা।
ছোট ছোট যানবাহনে স্বাস্থ্যবিধি না মেনে চলছে যাত্রী উঠানো। অটো গাড়িতে চালকরা ৮ জন যাত্রী পরিবহণ করছে। ভ্যানে চারজন, হুন্ডায় তিনজন ও রিক্সাতে দু’জন। গাড়িতে যে সামাজিক দূরুত্ব বজায় রাখার কথা সেটা চালক ও যাত্রীরা মানছে না। এতে করে করোনা সংক্রামণের ঝুঁকি বাড়ছে।

রাজবাড়ীতে স্ব্যাস্থবিধি উপক্ষো করে চলছে চলেফেরা

রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বলেন, করোনা একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। এটা থেকে বাঁচতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মানতেই হবে। বিনা কারণে আমাদের ঘরের বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলে অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদুজ্জামান খান বলেন, স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা বিভিন্ন ইউপি মেম্বার চেয়ারম্যানদের সাথে সচেতনতামূলক মিটিং করেছি। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কাজ করার জন্য। সকল জায়গায় কমবেশি মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে। আসলে আমাদের সকলের উচিত নিজেদের মতন করে সচেতন থাকা।

তিনি আরও বলেন, এ জেলাতে লক্ষ লক্ষ মানুষ বাস করে। প্রত্যেককে ধরে ধরে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করানো কঠিন। নিজেদের সচেতনতা নিজেদের তৈরি করতে হবে। সেটাই আমাদের জন্য কাজে দিবে।

উলেখ্য, এ পর্যন্ত রাজবাড়ীতে ৩৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৮৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। অন্যরা হাসপাতালের আইসোলেশনে ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

আরও দেখুন

ঘুনি/চারো শিল্পীদের দুঃসময়