খুলনা বিভাগে ১৫ হাজারের বেশি করোনা রোগী সুস্থ

0
135
Covid-19-Dro-18-p-3-compressed
সংগৃহিত ছবি

খুলনা প্রতিনিধি

খুলনা বিভাগে প্রাণঘাতী করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজারও বেশি। বর্তমানে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ১৫ হাজার ১০৫। শনি থেকে রবিবার সকাল আটটা অবধি ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২০ জন। মোট শনাক্তের অনুপাতে সুস্থতার হার ৭৬ শতাংশ। এ বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১২৯ জন।

রবিবার সকাল আটটা অবধি চুয়াডাঙ্গায় কোনো রোগী শনাক্ত হয়নি। এখন পর্যন্ত বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৮২। ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। মোট মৃত মানুষের সংখ্যা ৩৪০।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান, বিভাগে নতুন সংক্রমিত ১২৯ জনের মধ্যে বাগেরহাটে ৫ জন, যশোরে ২২, ঝিনাইদহে ২৪, খুলনায় ৩৪, কুষ্টিয়ায় ৫, মাগুরায় ৬, মেহেরপুরে ১২, নড়াইল ১৮ ও সাতক্ষীরায় ৩ জন।

সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে চুয়াডাঙ্গায় ১০, যশোরে ৪৩, ঝিনাইদহে ৭০, খুলনায় ৩৪, কুষ্টিয়ায় ৩৬, মাগুরায় ১৩ ও সাতক্ষীরায় ১৪ জন রয়েছেন।

এখন পর্যন্ত বিভাগের মধ্যে খুলনায় ৪ হাজার ৮৩৯ জন সুস্থ হয়েছেন। এ ছাড়া, যশোরে ২ হাজার ৭৫, কুষ্টিয়ায় ২ হাজার ৪০০, ঝিনাইদহে ১ হাজার ১৫৯, নড়াইলে ১ হাজার ৭, চুয়াডাঙ্গায় ৮৭০, সাতক্ষীরায় ৮৩০, বাগেরহাটে ৭৯৪, মাগুরায় ৭০২ ও মেহেরপুরে ৪২৯ জন সুস্থ হয়েছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন যথাক্রমে চুয়াডাঙ্গা, মাগুরা ও সাতক্ষীরার বাসিন্দা। জেলাভিত্তিক এখন পর্যন্ত খুলনায় ৮৬, কুষ্টিয়ায় ৬৪, বাগেরহাটে ২১, চুয়াডাঙ্গায় ৩১, যশোরে ৩৯, নড়াইলে ১৭, সাতক্ষীরায় ২৯, ঝিনাইদহে ২৮ জন, মাগুরায় ১৩ এবং মেহেরপুরে ১২ জন মারা গেছেন। বিভাগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭১ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ৯০৪ জন রোগী শনাক্ত হয়েছেন খুলনায়। এ ছাড়া যশোরে ৩ হাজার ৪৭৫, কুষ্টিয়ায় ২ হাজার ৮৮৪, ঝিনাইদহে ১ হাজার ৭২১, চুয়াডাঙ্গায় ১ হাজার ২৯২, নড়াইলে ১ হাজার ২৩০, সাতক্ষীরায় ১ হাজার ৫৪, বাগেরহাটে ৯২৭, মাগুরায় ৮৩৯ ও মেহেরপুরে শনাক্তের সংখ্যা ৫৫৬।