খোকসার গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

0
489
hamla-droho-27-p-2
আহত আমিরুল লাল্টু ও কবিরুল

স্টাফ রিপোটার

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলায় ৪ জন আহত হয়েছে। একটি বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবা গ্রামে উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা আব্দুল মতিন ও স্থানীয় ওয়ার্ড মেম্বরের সাথে চলমান বিরোধের সূত্র ধরে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

সোমবার বিজয় দশমীর রাতে কাশিমপুর পূজামন্দিরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ওহামলার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকেরা হামলা চালিয়ে পঁচাই সরদারের বাড়ি ভাংচুর করে। এ ঘটনায় কবিরু মহম্মদ ও প্রতিপক্ষের মফিজ আহত হয়।

এর সূত্র ধরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকেরা লাল্টু ও আমিরুলের উপর হামলা করে। এ হামলায় গুরুতর আহত দু’জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার্ড করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েরন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কাউকে আটক করা সম্ভব হয় নি।

উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা আব্দুল মতিন বলেন, প্রতিপক্ষের লোকেরা তার লোকেরা উপর আগেও হামলা করেছে। এবারেও তারাই এলাকায় আধিপত্য বিস্তারের জন্য পুনঃহামলা করেছে। তারা একটি বাড়িও ভাংচুর করেছে।

ইউপি সদস্য ইমরান হোসেন সাথে কথা বলা হলে তিনি জানান, গ্রামের কোন ঘটনার সাথে আহত আমিরুল লাল্টু জড়িত নয়। তারা পেশায় কাঠ মিস্ত্রী। সকালে অন্য গ্রাম থেকে গাছ কিনে ফেরার সময় প্রতিপক্ষের লোকেরা গ্রামের মধ্যে সরদার মোড়ে তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে এলো পাথারি কুপিয়ে জখম করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ঘটনা স্থলে উপস্থিত খোকসার থানার এসআই সাইফুল জানান, হামলার ঘটনার পর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। সকালের হামলের হামলার সম্পর্কে তিনি বলেন, পঁচাই মহম্মদ রাজুর নেতৃত্বে হামলা হয়েছে। এই হামলার কারন সম্পর্কে তিনি কিছু বলতে পারেনি।