খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

0
310

স্টাফ রিপোর্টার

খোকসার কয়েক হাজার মানুষের পারা-পারের জন্য জুলার (খাল) উপর নিজের টাকায় চতুর্থ বারের মত কাঠের সেতু গড়ে দিলো ভ্যান চালক নাদের মল্লিক।

জানা গেছে, উপজেলার সাতপাখিয়া গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে সাতপাখিয়া জুলা। বছরের বেশীর ভাগ সময় জল কাঁদায় ভিজে প্রায় চারটি মহল্লার কয়েক হাজার মানুষ প্রতিদিন বাজার করতে আসে স্থানীয় ট’বাজারে। বর্ষায় পানি বাড়ার সাথে সাথে এলাকার শিক্ষার্থীদের স্কুল কলেজে যেতে হয় জলে ভিজে। এলাকাবাসীদের দুর্দশা লাঘোবে কয়েক বছর আগে এগিয়ে আসেন ভ্যান চালক বৃদ্ধ নাদের মল্লিক। এবছর দিয়ে চতুর্থবার তিনি নিজের উপার্জনের টাকায় জুলার উপর সেতু বানিয়ে দিলেন। প্রতিবারই কাঠ বাঁশের তৈরী সেতু শুস্ক মৌসুম এলেই ভেঙ্গে যায়। তাই এবারে একটু বেশী ব্যয় করে সেতুটির খুঁটি গুলো দিয়েছেন সিমেন্টের। প্রায় ১শ মিটার দীর্ঘ সেতুটি তৈরী করতে তার প্রায় ৩০ হাজার টাকার ব্যয় হয়েছে।

গ্রামের জুলার উপর সেতু পেয়ে খুশি নেছার উদ্দিন, তিনি জানান প্রতিবার ভোট এলেই নেতারা জুলার উপর ব্রিজ তৈরী করে দিতে চান। ভোট গেলে তারা আবার ভুলেও যান। কিন্তু ভ্যান চালক নাদের মল্লিক প্রতিবছর নিজের টাকায় সেতুটি তৈরী করে দেন। চলতি করোনা কালেও এই ভ্যান চালক নিজের টাকায় গ্রামবাসীদের ঘরে ত্রান পৌঁচ্ছে দিয়েছেন। প্রতিবেশীদের সুখে-দুখে তিনি এগিয়ে আসেন।

আরো পড়ুন ঃ  দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই…

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বর আবু মুছা স্বীকার করেন বৃদ্ধ ভ্যান চলকের পর উপকারের কথা। তিনি বলেন, আসলে মেম্বরের ক্ষমতা খুবই কম। তার পরেও আগামীতে তিনি এই ব্রিজটি নির্মানের জন্য চেষ্টা করবেন।

ভ্যান চালক নাদের মল্লিক বলেন, নেতারা প্রতিশ্রুতি দিলেও কাজ করে না। তাই তিনি নিজের পরিশ্রমের জমানো টাকা ও গ্রামবাসীদের সহযোগিয়তায় সেতুটি নির্মান করেছেন। সেতু তৈরী হওয়ায় এখন গ্রামের ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারবে। জরুরী রোগী হলে হাসপাতাল ও ডাক্তারের কাছে নেওয়ার সুবিধা হবে। তবে সেতুটি নির্মানের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি করেন তিনি।