খোকসায় কৃষকের উপর সন্ত্রাসী হামলা

0
99

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নির্বাচনী বিরোধের জের ধরে ক্ষেতে কাজ করার সময় এক কৃষক প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামের কৃষক আলিফ (৩২) এর উপর প্রতিপক্ষের সন্ত্রাসীরা হঠাৎ হামলা চালায়। হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে গ্রামবাসীর সহায়তায় পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সে বাড়ির পাশে নিজের পেঁয়াজের জমিতে কাজ করছিল। সে এ গ্রামের আজেদ আলী শেখের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধিন আলিফ শেখ জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনে তার পরিবার নৌকা প্রতীকের পক্ষে ভোট দিয়েছিল। এর পর থেকে প্রতিপক্ষ আনারস মার্কা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান মজিবর রহমান মজিদের ক্যাডাররা তাকে হুমকী ধামকী দিয়ে আসছিল। এ দিন সকালে তাকে একা মাঠে পেয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা করে। তাকে মারপিট করে সন্ত্রাসীরা চলে যায়। এ ব্যাপারে তার বাবা থানায় অভিযোগ করেছেন।

বিজয়ী চেয়ারম্যান মজিবর রহমান মজিদ এর সাথে ফোনে কথা বলা হয়, তিনি জানান এই বিষয়টি নির্বাচন কেন্দ্রিক না। দুই পক্ষই বিএনপি সমর্থক। তিনি আহত কৃষকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। কৃষক মামলা দিলে তার আপত্তি নাই বলে সাফ জানিয়েদেন।