খোকসায় ট্রাকের চাকা ফাঁটার শব্দে আহত ৭

0
109
আহত থ্রি-হুইলার চালক মনি। ইনসেটে ট্রাক চালক ঝন্টু।

স্টাফ রিপোর্টার

পাথর বোঝাই ট্রাকের চাকা ফাঁটার বিকট শব্দ আর বাতাসের চাপে পাশ দিয়ে যাওয়া থ্রি-হুইলারের সামনের কাঁচ উড়ে গিয়ে চালক ও নারী যাত্রীসহ ৭ জন আহত হয়েছেন। ট্রাক চালকের বললেন, চাকা ফেলে দুর্ঘটনা ঘটেছে তার কী করার আছে?

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের খোকসার হিলাল পুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। pinup

আহত নারী যাত্রীরা জানান, রাজবাড়ী অভিমুখে যাওয়া (কুষ্টিয়া-ট ১১-২৯১৯) নম্বর ট্রাকটির ডান পাশ দিয়ে তাদের বহনকারী থ্রি-হুলারটি ওভারটেক করছিল। হঠাৎ করে বিকট শব্দে ট্রাকটির পেছনের চাকা ফেটে যায়। এ সময় থ্রি-হুইলারটির সামনের কাঁচ উড়ে গিয়ে তারা আহত হয়।

আহত এক নারী যাত্রী জানান, তারা কেই ভালোকরে কথা শুনতে পারছে না। তাদের শ্রবণে সমস্যা দেখা দিয়েছ।

থ্রি-হুইলারের চালক মনি জানান, ট্রাকটিকে ওভারটেক করার সময় সে দুর্ঘটনার শিকার হয়। আতিরিক্ত পাথর বোঝায় থাকার কারণে ট্রাকের চাকা ফেটে তারা আহত হয়েছেন।

ট্রাক ড্রাইভার ঝন্টু বলেন, গাড়ীতে পাথর বোঝাই থাকার কারনে সে নিয়ন্ত্রনের মধ্যে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তার গাড়ির পেছনের দুটি চাকা একসাথে ঠেফটে গেছে। এর জন্য তার কোন অপরাধ নাই বলে তিনি দাবি করেন।