খোকসায় দগ্ধ হয়ে কৃষকের গরু মারা গেছে

0
106
khoksa-droho-29-p-7
সনোতাষপুরের অগ্নিকান্ডে ক্ষদিগ্রস্ত কৃষকের বসত ঘর

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আগুনে কৃষকের একটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। দুইটি ঘর ভষ্মে পরিনত হয়েছে।

খোকসা ফায়ার ষ্টেশন সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার সন্তোষপুর গ্রামের কৃষক জয়নাল আবেদিনের বসত বাড়ির একটি ঘরে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুুহুত্যের মধ্যে আগুন ছড়িয়ে পরে গোটা বাড়িতে। কৃষকের গোয়াল ঘরে বেঁধে রাখা একটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অপরটি দঁড়ি ছিড়ে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে। আগুনে পুড়ে যায় কৃষকের কয়েক লাখ টাকার ঘরবাড়ি ও মালামাল।

খোকসা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোশারফ হোসেন জানান, আগুন লাগার সময় কৃষক জয়নাল আবেদিন বা স্ত্রী পরিজন কেউ বাড়িতে ছিল না। তিনি আরো জানান, কৃষকের ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া প্রায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।