খোকসায় নতুন করে ১জন সহ মোট ১৩ জন করোনা শনাক্ত

0
205
Corona-dro-13-p-5-compressed

স্টাফ রির্পোটার

কুষ্টিয়ার খোকসায় নতুন করে একজন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা ফেরত। এ অব্দি খোকাসাতে শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।

স্থানীয়রা বলেন, ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী দারাগ আলী (৩৫) ৫ দিন আগে বাড়ীতে আসেন। তার শরীরে জ¦র,কাশিসহ বেশ কিছু উপসর্গ দেখা দিলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার সোয়াব সংগ্রহ করে কুষ্টিয়া পি সি আর ল্যাবে পরীক্ষার জন্য পাঠায়।
শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় দারাগ আলী কোভিড-১৯ পজেটিভ হোন।

এনিয়ে খোকসা উপজেলাতে করোনা শনাক্ত হলেন ১৩ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ জন। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি রয়েছেন ১ জন। অন্যরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, শুক্রবার খোকসা থেকে মোট ১১ টা নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে এক জনের করোনা পজিটিভ ধরা পরে। এ ব্যাপারে খোকসা থানায় জানানো হলে করোনা আক্রান্ত পোশাক শ্রমিক বাড়ি লকডাউন করা হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম বলেন, আক্রান্তের বাড়ি লকডাউন করার প্রস্তুতি চলছে।

কুষ্টিয়া জেলায় নতুন করে আরও ২০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা (বহিরাগত বাদে) দাঁড়ালো ২২৩ জনে। মারা গেছেন ১ জন। শনিবার বিকালে জেলার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।