খোকসায় বিএনপির কমিটি বিলুপ্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
208
droho-khoksa--bnp-123
বিএনপির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির পূনাঙ্গ কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে একাংশের নেতারা সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার দুপুর ১২টায় খোকসা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সহ সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। তিনি বলেন, চলতি মাসের ২ তারিখে একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারেন খোকসা উপজেলা বিএনপির পূনাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে ৩৩ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করেছেন। এই কমিটির আহবায়ক করা হয়েছে সাবেক কমিটির সভাপতি সৈয়দ আমজাদ আলীকে আর সদস্য সচিব করা হয়েছে সাবেক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরু জ্জামান কাজলকে।

জেলা বিএনপির সহ সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান দাবি করেন, গায়েবী মামলায় যখন বিএনপি নেতা কর্মীরা জেলে রয়েছেন। তখন দলের পরীক্ষিত নেতা কর্মীদের অজান্তেই কথিত সভাকরে কমিটি ঘোষনার যে দাবি করা হচ্ছে তা শুধুই মিথ্যা নয় জলজ্যান্ত মিথ্যা। তিনি এই তথা কথিত সভার বিষয়ে অবগত নয় বলেও দাবি করেন।

জেলা বিএনপির এ নেতা বলেন বিগত সময়ে প্রতারণা ও মিথ্যাচারের মাধ্যমে খোকসা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়। বিগত সময়ের মত এবারও ইউনিয়ন-ওয়ার্ড কমিটির মতামত, আলোচনা এবং পরামশ্য ছাড়াই কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী দলের মধ্যে চরম স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন বলেও দাবি করেন এ নেতা। সংবাদ সম্মেলনে বিলুপ্ত কমিটি পুনঃবহাল করার জন্য দলের চেয়ারপার্সনের প্রতি আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মুনসী এ জেড জি রশীদ রেজা, জিয়া পরিষদে কেন্দ্র কমিটির সহকারী মহাসচিব মুর্তাজা আযম-উল-আলম, জেলা বিএনপির সদস্য মোস্তফা শরীফ, জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা সালাম প্রমুখ।