খোকসার রিতু গাইলেন দ্রোহের সাপ্তাহিক আয়োজনে

0
132
সংগীত পরিবেশন করছেন তামান্না হাফিজ রিতু

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থেকে প্রকাশিত একমাত্র সাপ্তাহিক পত্রিকার সহযোগী প্রতিষ্ঠান দ্রোহ ইউটিউব চ্যানেলের আয়োজনে আধুনিক ও বাউল গান পরিবেশন করে শিল্পী তামান্না হাফিজ রিতু।

সপ্তাহের প্রতি শনিবার রাত ৯ টায় দ্রোহে’র প্রধান কার্যলয় থেকে ফেইসবুক (facebook.com/thedroho) ও ইউটিউভ (youtube.com/drohonews) চ্যানেলের মাধ্যমে এ লাইভ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এ দিন সংগীত পরিবেশনার সঞ্চালনের দায়িত্বে ছিলেন অনুশ্রী আশরাফি মহুয়া।

সংগীত পরিবেশন করছেন শিল্পী তামান্না হাছিজ রিতু

কুষ্টিয়া অঞ্চলটি আউল-বাউল, কবি সাহিত্যিকদের। এ জনপদের প্রতিটা মানুষের হৃদয়ে একসাথে বেঁচে আছে লালন, রবী, নজরুল। লালন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পী রিতু পরিবেশন করেন, আমি অপার হয়ে বসে আছি, আধুনিক গানের তালিকাতে ছিল তোমার আকাশ দুটি চোখে এছাড়াও হাচন রাজার গানও পরিবেশন করা হয় এ সংগীত অনুষ্ঠানে। শিল্পী রিতু তার মধুময় কণ্ঠ দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। শিল্পীর সাথে তবলায় সংগত করেন প্রদীপ কর্মকার এবং মন্দিরাতে ছিলেন জীবন হালদার।

বিশ্বব্যাপী করোনা প্রার্দুভাবের কালে সপ্তাহের প্রতি শনিবারে দ্রোহের ইউটিউব ও ফেসবুক চ্যানেলের মাধ্যমে ভার্চুয়াল এ অনুষ্ঠান শুরু করা হয়েছে।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেছেন, দ্রোহের সম্পাদক তমা মুনসী, ব্যবস্থাপণা সম্পাদক মুনসী তাজবীর আহমেদ রাজা, দ্রোহের সাব এডিটর সঞ্জয় বিশ্বাস, নাহিদুজ্জামান শয়ন প্রমুখ। এ অনুষ্ঠান চলা কালীন সময়ে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ প্রদানের দায়িত্ব ছিল খোকসা ইন্টারনেট সিস্টেমের।