খোকসায় শিশুর গলায় পাঁচ টাকার কয়েন আটকে গেলো

0
106
শিশু দুর্জয়

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় খেলার সময় পাঁচ টাকার কয়েন (মুদ্রা) গলায় আটক দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রের নাম দূর্জয়। সে একই গ্রামে হাসমত আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বুৃধবার দুপুরে স্কুল থেকে ফিরে শিশু শিক্ষার্থী দুর্জয় বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে খেয়াল বসত নিজের হাতে থাকা একটি পাঁচ টাকার কয়েন (মুদ্রা) মুখে দেয়। মনের অজানতেই কয়েনটি তার গলায় আটকে যায়। শিশুটিকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসায় কয়েনটি শিশুটির স্টমাকে (খাদ্য থলিতে) চলেযায়। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন – মিরপুর-ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত উপ-সহকারী মেডিকেল অফিসার জাহিদ হাসান জানান, প্রথম তারা কয়েনটি গলা থেকে সরানোর উদ্যোগ নেন। এ চেষ্টায় তার সফল হয়েছেন। পরে এক্স-রে করে কয়েনটির অবস্থান নিশ্চিত হওয়া গেছে। স্বাভাবিক নিয়মে কয়েনটি মলদ্বার দিয়ে বেড়িয়ে যেতে পারে। এর কোন ব্যত্বয় ঘটলে ৭২ ঘন্টা পর অস্ত্রপাচার করে কয়েনটি অপসারণ করতে হতে পারে। তবে শিশুটি যথেষ্ট ঝুঁকির মধ্যে আছে বলে তিনি মনে করছেন।