মিরপুর-ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

0
84
বজ্রপাতে আহত চিকিৎসাধিন নারী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় অপর পাঁচ নারী আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে জেলার মিরপুর ও ভেড়াামারা উপজেলা বজ্রপাতে দুজন নিহতসহ অপর ৫ নারী আহত হন।

নিহতরা হচ্ছেন মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামের জাবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের ফজলু মাতবরের ছেলে আশরাফুল (৪০)।

প্রত্যদর্শীরা জানান, সকালে জাহাঙ্গীর আলম ও তার মেয়ে জুলিয়া (১৫) বাড়ির পাশে নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা দুজনই আহত হন। স্থানীয়রা দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা: ইমরান আহমেদ তাকে মৃতবলে ঘোষনা করেন। আশঙ্কাজনক জুলিয়াকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

একই সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুরে জিকে ক্যানেলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম (৪০) ঘটনাস্থলেই মারা যান।

আরো পড়ুন – কুমারখালীতে কলেজ ভবন থেকে পিয়নের ঝুলন্ত লাশ উদ্ধার

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান বজ্রপাতে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিন সকালে অপর বজ্রপাতের ঘটনায় মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নে শিলা (১৮), মেঘলা খাতুন (৫০), রুমি (২৩) ও বন্যা (২৫) আহত হয়েছেন। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।