খোকসায় সিনেমা হলে দর্শক বেড়েছে

0
37

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ঈদ ঘিরে সিনেমা হলে দশকের ভিড় বেড়েছে। প্রথম দিন দর্শক উপস্থিতি আশানুরুপ হয়নি দাবি হল কর্তৃপক্ষের।

এক দশক আগেও উপজেলা সদরের এক কিলোমিটার মধ্যে তিনটি সিনেমা হল ছিল। একদিকে আকাশ সংস্কৃতি অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্রæত বিকাশের ফলে হলে বসে সিনেমা দেখার প্রবণতাটা কমে যায়। ইতোমধ্য এ দুটি সিনেমা হল বন্ধ হয়ে গেছে। একটি ভেঙ্গে গোডাউন বানানো হয়েছে। অপরটি ভেঙ্গে কয়েকটি ব্যাংক বসানো হয়েছে। তবে যুদ্ধ করে টিকে আছে মনামি সিনেমা হল।

ঈদ উপলক্ষে মনামি হলে চলছে সাবিক খান অভিনীত রাজকুমার ছবির প্রদর্শনী। বৃহস্পতিবার ঈদের প্রথম দিন দর্শক উপস্থিতি কম ছিল। তবে ঈদের পরের দিন শুক্রবার দর্শক উপস্থিতি বেড়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বেদে পল্লীর কয়েকশ নারী পুরুষ শিশুরা মনামি সিনেমা হলে তাদের প্রিয় নায়ক সাকিব খানের অভিনীত ছবি দেখতে পেক্ষা গৃহের সামনে জমায়েত হয়। অন্য দর্শকদের মত তাদের হলের দেয়ালে টাঙ্গানো পোষ্টারের সাথে সেলফি তুলতে দেখা যায়। বেলা ১২ টায় মর্নিং শো দেখতে সাকিব খানের ভক্তদের ভিড় বাড়তে থাকে।

বেদে পল্লীর যুবতী স্বপ্না জানান, “বলেন তো সিনেমা দেখতে কার না ভালো লাগে। তা যদি আবার সাকিব খানের মত নায়ক হয়। হল ওয়ালারা মোগো ছেলে পুলের জন্য টিকিটের দামে একটু ছাড় দিতে চেয়েছে।” তারা প্রায় ৪০ জন দল বেঁধে ছবি দেখতে এসেছিলেন।

মনামী সিনেমা হলের ম্যানেজার সাইদুর ইসলাম জানান, ভালো সিনেমা তৈরী করতে পারলে এখনো দর্শকদের সিনেমা হলে আনা যায়। সাকিব খান অভিনীত রাজকুমার ছবির দর্শক হবে বলে তিনি মনে করছেন। তবে প্রথম দিন আশানুরুপ দর্শক হয়নি।