খোকসায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাজার খোলা

0
149
khoksa-dro-27-p14-compressed
লকডাউনে বন্ধ খোকসা বাজার।

স্টাফ রিপোর্টার

খোকসায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাজার খোলার অনুমতি মিলেছে। করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হতে আরো তিনদিন বাঁকী রয়েছে।

ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, সরকার সাত দফায় ৬৬ দিন ছুটির ফাঁদে ব্যবসায়ীরা চরম ক্ষতির শিকার হয়। চরম বিপর্যয় থেকে রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসনের সাথে ব্যবসায়ী নেতারা দফায় দফায় আলোচনা করে আসছিলেন। এক পর্যায়ে স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব রক্ষা করার শর্তে সকাল ৮ টা থেকে কিাল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি মিলেছে। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কর্যকর হবে বলে সূত্রটি জানায়।

খোকসা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, বুধবার সকালের দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম তাকে মোবাইল ফোনে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। এর পরে তিনি মাইকে প্রচার করেছে। ব্যবাসীরা যাতে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখে। সে বিষয়ে তিনি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।