পাথরঘাটার একটি গ্রাম টর্নেডোয় লণ্ডভণ্ড

0
118
Tornedo-dro-27-p-9-compressed
পাথরঘাটায় বয়ে যাওয় টর্নেডোর আঘাতে বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে গেছে।

পাথরঘাটা প্রতিনিধি

বরগুনার জেলার পাথরঘাটায় বয়ে যাওয় টর্নেডোর আঘাতে একটি গ্রামের অধিকাংশ বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে গেছে। গাছপালা বিদ্যুতের খুটি উপরে পরেছে।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে হঠাৎ এ টর্নেডো আঘাত হানে। ১২ থেকে ১৫ মিনিট স্থায়ী এ শক্তি শালী আঘাতে সব লন্ডভন্ড হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থরা জানায়, দুপুর সাড়ে ১২টার পরেও আকাশে রোদ ছিল। হঠাৎ আকাশে মেঘ জমে বাতাস শুরু হয়। চোখের পলকে গ্রামবাসীর ঘরগুলো উড়ে যায়। ঝড় থেমে যাওয়ার পর অন্য এলাকার লোকজন এসে তাদের ঘরের আসবাবপত্র ও থালাবাটি কুড়িয়ে দিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির জানান, বাংলাদেশ নৌবাহিনীর একটি দল নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খুব দ্রুতই ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও অন্য সহায়তা দেয়া হবে।