খোকসায় স্বেচ্ছা শ্রমের ভিত্তি রাস্তা সংস্কার

0
128
reper-dro-6-p12-compressed
স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কার।

স্টাফ রিপোর্টার

খোকসায় সিরাজপুর হাওড় নদীর উৎস্য মুখে বৃষ্টির পানির তোরে ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত করলো গ্রামবাসী।

গ্রামবাসীরা জানায়, উপজেলার বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১শ গজ দূরের সিরাজপুর হাওড় নদীর উৎস্য মুখের চরে কয়েকশ পরিবারের ঘর বসতি। হাওড় নদীর তীর ধরে কমলাপুর রুমীপাড়ার মোড়ে ওঠার রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া বৃষ্টিতে মাটির এ রাস্তাটি ভেঙ্গে যায়। কিন্তু কেউই সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হতে থাকে। এক পর্যায়ে এলাকার নারী পুরুষ মিলে রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহন করে।

reper-dro-6-p13-compressed
স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কার।

নিজেদের সিদ্ধান্তমতো তারা নিজেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে রাস্তাটি মেরামত শুরু করে। পরদিন শনিবার দুপুর পর্যন্ত তারা রাস্তাটি মেরামত সম্পন্ন করে।

মাটির রাস্তাটি মেরামত চলাকালে স্থানীয় বাসিন্দার সুখজান নেছা বলেন, কয়েকদিন আগে বৃষ্টির পানির তোরে রাস্তাটি ভেঙ্গে হাওড় নদীতে নেমে যায়। এর পর থেকে তারা বাচ্চা-কাচ্চা গরু-বাছুর নিয়ে চরম বিপদের মধ্যে রয়েছেন। তাই নিজেরা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন। গ্রামের ছেলেদের পাশাপাশি মেয়ে বউরাও তাদের সহযোগিতা করছে।