চীনের তৈরি ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন প্রদান

0
126
Vaction-dro-19-7-p-11
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের চিকিৎসায় চীনের তৈরি ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ।

রবিবার এ বিষয়টি নিশ্চিত করেন বিএমআরসির পরিচালক ডাঃ মাহমুদ-উজ-জাহান। তিনি জানান, চীনের তৈরি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশে করার অনুমতি চেয়েছিল বেইজিং। বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে জাতীয় কমিটি।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

তিনি আরও জানান, শুরুর দিকে ৭-৮টি সরকারি করোনা হাসপাতালে এ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের কথা রয়েছে।

চীনের সিনোভ্যাক রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট কোম্পানি লিমিটেড এ ভ্যাকসিনটি তৈরি করেছে।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

জানা গেছে, চীন উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন চলছে তৃতীয় ধাপের পরীক্ষার প্রস্তুতি। বাংলাদেশে এর পরীক্ষা চালানোর আগ্রহ দেখায় দেশটি। ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিতে চীনের ভ্যাকসিনের ট্রায়ালকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশে আসা চীনের প্রতিনিধি দলকে বিদায় জানানোর সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে চীন সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে পাঠাবে ।