চুয়াডাঙ্গায় ট্রাকচালককে গুলি করেছে প্রতিপক্ষ

0
104
অভিযুক্ত বাকের আলী ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে ধরে এক ট্রাকচালককে গুলি করেছে প্রতিপক্ষরা।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ট্রাক চালক সাচ্চু রহমান (৪০)কে প্রতিপক্ষ গুলি করে। গুরুতর আহত গুলিবিদ্ধ ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত বাকের আলীকে ৬ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিনসহ পুলিশ আটক করেছে।

স্থানীয়রা জানান, বেশ কিছু দিন থেকে নুরনগর কলোনির বাসিন্দা শাকের (৩৫) ও বাকেরের (২৮) সঙ্গে টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ট্রাকচালক সাচ্চু রহমানের বিরোধ চলে আসছিল। এর এক পর্যায়ে শনিবার বিকেলে চুয়াডাঙ্গা বাস টার্মিনালে সাচ্চুকে গুলি করে পালিয়ে যান দুই ব্যক্তি। এতে গুরুতর আহত হন সাচ্চু।

সদর হাসপাতালের চিকিৎসক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, সাচ্চু রহমানের তল পেটের বাম দিকে একটি গুলিবিদ্ধ রয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনার পর নুরনগর এলাকার একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাকের আলীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন। অভিযুক্ত শাকের এখনও পলাতক রয়েছেন।