জরুরি সেবায় ফোন করে ৪৬ পরিবার পেলো খাদ্য সহায়তা

0
128

কুষ্টিয়া প্রতিনিধি

সরকারি জরুরি সেবা ‘৩৩৩’-এ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেয়েছেন ৪৬ টি পরিবার।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়নে বসবাস কারীরা এ সহায়তা পেলেন

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান জানান, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সরকারের জরুরি সেবা ‘৩৩৩’ এ ফোন দিয়ে অনেকেই প্রশাসনের কাছে আকুতি জানান, লকডাউনে তাদের অনেকের কাজ নেই, বাড়িতে চাল, ডাল, খাবার নেই, পরিবার নিয়ে অনাহারে আছেন।

গত তিন দিনে এমন ফোন পেয়ে তিনি নিজে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা মেলায় পরিবার প্রধানের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন।

তৃতীয় দিন শনিবার সকালে কুমারখালী পৌরসভা, সদকী, নন্দলালপুর, চরসাদীপুর, কয়া, বাগুলাট ও চাপড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে হত দরিদ্র মানুষের কাছে খাদ্য সহায়তা পৌছে দেন ইউএনও। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা হিসাবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের জন্য ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল, তেল ও লবণ এবং একটা করে সাবান দেওয়া হয়।