জাতিসংঘ বিপজ্জনক মাদকের তালিকা থেকে গাঁজাকে বাদ দিলো

0
151
jity-sango-Droho-4-p6

দ্রোহ অনলাইন ডেস্ক

ভোটের মাধ্যমে জাতিসংঘ বিপজ্জনক মাদকের তালিকা থেকে গাঁজার নাম বাদ দিয়েছে।

জাতিসংঘের নারকোটিক ড্রাগ কমিশনের উদ্যোগে বুধবার এ বিষয়ে ভোট অনুষ্ঠিত হয়। ভোটের পর গাঁজাকে বিপজ্জনক নেশাদ্রব্য থেকে বাদ দেওয়া হয়।

চিকিৎসা কাজে গাঁজার ব্যবহার সহজলভ্য করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদনের পর এ ভোটের আয়োজন করা হয়। খবর রয়র্টাসের।

এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, গাঁজা বিপজ্জনক নেশাদ্রব্য, এর বিপক্ষে ভোট পড়ে ২৭টি। আর পক্ষে ভোট পড়ে ২৫টি। ২ ভোটে এগিয়ে থাকায় গাঁজাকে বিপজ্জনক মাদকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে চিকিৎসা ক্ষেত্রে গাঁজার প্রয়োজনীয়তার ওপর গবেষণা করা হয়। গবেষণায় গাঁজা মাদ্রক দ্রব্য হিসেবে চিহ্নিত হলেও একে চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজনীয় উপাদান হিসেবে বিবেচনা করে এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়।

ডব্লিউএইচও-র মতে, হেরোইন কিংবা ফেন্টানিল জাতীয় ওষুধ গাঁজার মতো ড্রাগের চতুর্থ শিডিউলে থাকলেও এতে মৃত্যুঝুঁকি নেই। বরং মৃগীরোগের মতো বেশকিছু অসুখে এটি কার্যকর ভূমিকা রাখে। তবে অতিরিক্ত গাঁজা সেবন স্বাস্থ্যের পক্ষে ভাল নয় বলেও জানিয়েছে জাতিসংঘ।