জীবননগরে মাদক সম্রাট মশিউর আটক

0
131
জীবননগর থেকে মাদক সম্রাট আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ও একাধিক মাদক মামলার আসামি জীবননগর সীমান্তের মাদক সম্রাট হিসেবে চিহ্নিত মাদক ব্যবসায়ী হরিহরনগরের মশিউর রহমান (৪০) সঙ্গীসহ বিজিবির হাতে আটক হয়েছে।

শুক্রবার বিকেলে সীমান্তের একটি আমবাগান দিয়ে মাদক পাচার করে আনার সময় সীমান্তের বেনীপুর বিওপির জওয়ানরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ৩১ বোতল ভারতীয় মদ ও ১২০ বোতল ফেনসিডিল।

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দার দেওয়া তথ্যের ভিত্তিতে বেনীপুর বিজিবি ৫ সদস্যর একটি টহল দল সীমান্তের হরিহরনগরের হায়দার আলীর আমবাগানে অভিযান পরিচালনা করেন।

এ অভিযানকালে ৩১ বোতল মদ ও ১২০ বোতল ফেনসিডিলসহ হরিহরনগর গ্রামের মতেহার আলীর ছেলে সীমান্তের মাদক স¤্রাট মশিউর রহমান ও তার সঙ্গী মৃত শুকুর আলীর ছেলে আজিবুর রহমানকে আটক করা হয়। এসময় তাদের অপর সঙ্গী একই গ্রামের মৃত সামছুল হকের ছেলে রশিদুল ইসলাম সুমন (৩২) পালিয়ে যায়।

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেহেদী হাসান খান ভারতীয় মদ ও ফেনসিডিলসহ বাংলাদেশী মাদক চোরাকারবারী মশিউর ও আজিবুরের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।