ঝিনাইদহে আওয়ামী লীগের আরো তিন নেতা বহিস্কার

0
122
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের আরও তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এনিয়ে দুই দফাই ছয় জনকে বহিস্কার করা হলো।

মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আছাদুজ্জামান আছাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দ্বিতীয় দফাই বহিস্কার হলেন – উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুর রহমান টানু মল্লিক, সাবেক সদস্য রবিউল ইসলাম ওরফে পিলু মল্লিক, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ ওরফে আজাদ মল্লিক।

নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা, মানববন্ধন এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে প্রথম দফায় হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম শরিফ ও বর্তমান মেয়র শাহিনুর রহমান রিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থী ফারুক হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে কেন্দ্রীয় নির্দেশে দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

৩০ জানুয়ারি এ পৌরসভায় অনুষ্ঠিত হবে নির্বাচন। নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন সাবেক ছাত্রলীগ নেতা মো. ফারুক হোসেন। তার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতিসহ মনোনয়ন বঞ্চিতরা