ঝিনাইদহে আধিপত্য বিস্তারের সংঘর্ষে একজন নিহত

0
94

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পরে সংঘর্ষে আলতাফ হোসেন (৬০) নামে এক জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার হরিণাকুন্ডু উপজেলার শেখপাড়া বেড়বিন্নি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ বেড়বিন্নি গ্রামের রকিল হোসেনের ছেলে।

হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেড়বিন্নি গ্রামের শহিদুল ইসলাম ও শেখপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধর জের ধরে হত্যাকান্ড ঘটেছে।

তিনি আরও জানান, এক সপ্তাহ আগে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক বিজু ও বকুলকে মারধর করে সিরাজুলের লোকজন। এরই জের ধরে রবিবার সকালে উভয় পরে লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে অন্তত ১০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপালে নেওয়ার পর আলতাফ হোসেন মারা যায়। এ ঘটনার পর এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।