মেহেরপুরে মুজিবনগর দিবস পালিত

0
95
ছবি সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এ সময় শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্থানীয় সংসদ সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধা এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে শেখ হাসিনা মঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার, স্কাউট ও গার্লস গাইড দল গার্ড অব অনার প্রদর্শন করে। এরপর কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হয় মুজিবনগর দিবসের মূল আনুষ্ঠানিকতা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদর্শন করা হয় গীতি নাট্য ‘জল মাটি ও মনুষ’।