ঝিনাইদহে দুই টিকটকার আটক

0
168
ঝিনাইদহে দুই টিকটকার আটক
আটককৃত দুই টিকটকার

ঝিনাইদহ প্রতিনিধিঃ

সারাদেশে টিকটক ভিডিওকারীরা পথমধ্যে বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে ভিডিও তৈরি করে থাকে এবং নিজেদের মাঝে আধিপত্য বিস্তার করতে এক সময় এরা কিশোর গ্যাং হয়ে পড়ে। বর্তমানে সারাদেশের বিভিন্ন সড়কের বা বাড়ীর দেয়ালে এ সব গ্যাংদের প্রতিকী নাম বা সিম্বল সংকেত চোখে পড়ে।

সমাজের কিছু উঠতি বয়সের ছেলে-মেয়েরা টিকটকের সাথে নিজেদের জড়িয়ে ফেলেছে। এদের মধ্যে বিদ্যালয়ে পড়াশোনা করেন কেউ আবার কেউ কেউ লেখাপড়া করেনা।

ঝিনাইদহ শহরের বাইপাসে, নতুন ধোপাঘাটা ব্রীজ, পর্বহাটি বিশ্বরোডে এমন কিছু দৃশ্য চোখে পড়ে। তবে এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ প্রশাসন বিশেষ তৎপর রয়েছে।

টিকটক(Tic tok) বা লাইকি(Likee) তে পরিবারের অজান্তেই ফানি ভিডিও ছাড়াও সমাজে নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে এমন সব ভিডিও তৈরিতে জড়িয়ে পড়ে তানজিলা আমিন ছোয়া (২২) নামের এক পলিটেকনিকের এক ছাত্রী এবং মেহেদী হাসান (২৫) নামের যুবক। থানা পুলিশের দল বৃহস্পতিবার তাদের দুজনকে আটক করে থানা হাজতে নিয়ে আসে। পরবর্তীতে পরিবারের অভিভাবকেরা এসে মুচলেকা দিয়ে ছেলেমেয়েকে তাদের হেফাজতে নিয়ে যান।

আরও পড়ুন-অনলাইন ক্লাস- পাখিদের কথা (১)

ঝিনাইদহ থানার ওসি মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।