ঝিনাইদহ পৌরসভায় এক যুগ পর উন্মুক্ত টেন্ডার

0
96

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌরসভায় এক যুগ পর মুক্ত টেন্ডার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রবিবার দুপুরে ঝিনাইদহ পৌরসভা এ ওপেন টেন্ডারের আয়োজন করে। স্থানীয় অফিসার্স ক্লাবে জণাকীর্ন অনুষ্ঠানে দরপত্র বিক্রি করে প্রায় ২৭ লাখ টাকা রাজস্ব আয় করেছে পৌরসভা।

ঝিনাইদহ পৌরসভার মেয়ার কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত লটারতে প্রায় ২২২ জন ঠিকাদার অংশ গ্রহণ করেন।
পৌরসভার মেয়ার কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, দীর্ঘ প্রায় এক যুগ পর ওপেন টেন্ডারের আয়োজন করে তিনি তার প্রতিশ্রæতি রক্ষা করেছেন।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন জানান, ৩৫টি গ্রæপে পৌরসভার তালিকাভুক্ত ২২২জন ঠিকাদার এই দরপত্রে অংশ গ্রহন করেন। অথচ আগে ঠিকাদারের সংখ্যা ছিল মাত্র ১৪ জন। তিনি বলেন, সফটওয়ারের মাধ্যমে ইজিপি টেন্ডার লটারিতে ঠিকাদারগন কাজ পান। রবিবার মোট ৪ কোটি ৭৬ লাখ টাকার দরপত্র আহবান করা হয়। এর মধ্যে এক কোটি দুই লাখ টাকা এডিবি থেকে প্রাপ্ত। বাকী টাকা রাজস্ব খাত থেকে বরাদ্দ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরো বলেন, প্রায় এক যুগ ধরে ঝিনাইদহ পৌরসভায় কোন উন্মুক্ত টেন্ডার হয়নি। একটি সিন্ডিকেট গোপন টেন্ডারের আয়োজন করতো। ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।