দৌলতদিয়া ফেরিঘাটে দীর্ঘ যানজট, ভোগান্তীতে ঘরমুখোরা

0
95
Arica-Dro-31-7-p-2
দৌলতদিয়া ফেরিঘাটের দীর্ঘ যানজট, ভোগান্তীতে ঘরমুখোরা

দ্রোহ অনলাইন ডেস্ক

ঘরমুখো মানুষের ভিড়ে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফেরি চলাচল না করায়, সারারাত ধরে পরিবহনেই অপেক্ষা করেছে যাত্রীরা।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল অবধি মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে তিন ঘণ্টা ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ ছিল। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ঈদে ঘরমুখী হাজারো মানুষ।

ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় ঈদে ঘরমুখী মানুষ ও যাত্রীবাহী পরিবহনের চাপ বেড়ে যায়। রাত যত বাড়ে ততই যাত্রীবাহী কোচ এবং ব্যক্তিগত গাড়ির চাপও বাড়তে থাকে। ফেরি পারাপারের জন্য যানবাহন গুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতায় মেতে ওঠে। সে কারণে রাত দুইটার পর থেকে ফেরিঘাটে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একই দিন দিবাগত রাত আড়াইটা থেকে ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ হয়ে যায়। এতে করে পরিস্থিতি আরও খারাপ হয়।

বাড়ী ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা অভিযোগ করে বলেন, যাত্রী ও যানবাহন পারাপার নিশ্চিত করতে প্রতিবছরই ঈদের আগে ঘাটে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। তবে এবার তেমনটা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১২ থেকে ১৪ ঘণ্টা ঘাট এলাকায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আরও দেখুনঃ খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ঘাট এলাকায় ফেরি থেকে যানবাহন আনলোড এবং লোড করা বন্ধ থাকায় ঘাট এলাকায় অসংখ্য যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে।