পবিত্র ঈদুল আযহা শনিবার

0
98
Chand-Dro-31-7-p-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শনিবার জিলহজ মাসের দশম দিন। এই দিনে দেশের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপন করবেন।

মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উদযাপনের সব প্রস্তুুতি সম্পন্ন করেছেন।

প্রায় চার হাজার বছর আগে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজরত ইবরাহিম (আঃ) তাঁর ছেলে হজরত ইসমাইল (আঃ)কে কোরবানি করার উদ্যোগ নেন। কিন্তু আল্লাহর অপার কুদরতে হজরত ইসমাইল (আঃ)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইবরাহিম (আঃ)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানি করে থাকেন। উদ্দেশ্য আল্লাহর অনুগ্রহ লাভ করা। ঈদের পর দুই দিন পর্যন্ত (১১ ও ১২ জিলহজ) পশু কোরবানি করার ধর্মীয় বিধান রয়েছে।

করোনা ভাইরাসের কারণে এবারও মুসল্লিরা সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে ঈদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হবে। দেশের সব মানুষের শান্তি, রোগমুক্ত সমাজ, দেশের উন্নয়ন, ভ্রাতৃত্ববোধ অক্ষুণ্ন রাখার জন্য দোয়া করা হবে। এরপর হজরত ইবরাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে পশু কোরবানি করবে। যেন নিজের ভেতরের পশুই কোরবানি করবে তারা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা বাণী দিয়েছেন। বায়তুল মোকাররমেও প্রতিবছরের মতো কয়েকটি জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীর অন্যান্য মসজিদেও ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। রাজধানী ঢাকা ছাড়াও বড় বড় শহর ও গ্রামের মসজিদগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।