দৌলতপুরে জেলহত্যা দিবসের আলোচনা

0
146
Daulatpur Mp-Droho03-11-20-ড়5

বিশেষ প্রতিনিধি

দৌলতপুরের জেল হত্যা দিবসের আলোচনা সভায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, ৩ নভেম্বর জাতির ইতিহাসের অন্যতম বেদনাবিধুর ও কালিমালিপ্ত এক দিন। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী জাতীয় চার নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ষড়যন্ত্রকারীরা সুপরিকল্পিতভাবে জাতির পিতার মতোই নির্মমভাবে হত্যা করেছিল বাংলাদেশের চার সূর্য সন্তানকে। মুলত জাতীকে নেতৃত্বশুন্য করতেই এ হত্যাকান্ড ঘটায় তারা। হত্যাকারীদের দোসররা আজও রাষ্ট্রের বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাই এসব ষড়যন্ত্র বিরুদ্ধে আওয়ামীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

মঙ্গলবার দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশীদ বাবলু, সাংগঠনিক সম্পাদক সরদার মো. তৌহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক টিপু নেওয়াজ, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল বাঁকী, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার, পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু, চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ, মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সরদার আতিয়ার রহমান আতিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন, দৌলতপুর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধান শিক্ষক রেজাউল করিম।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে পুষ্পস্তবক অর্পন করে জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান এমপি আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ নেতৃত্বে দৌলতপুর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।