দৌলতপুরে বিজয় দিবস পালিত

0
118
DOULATPURI-DROHO-16-P2
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে – এমপি বাদশাহ্

দৌলতপুর প্রতিনিধি

ক্ষুধা ও শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও স্বনির্ভর একটি দেশের যে স্বপ্ন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। জাতির জনকের সে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নানা প্রতিকুলতা সত্বেও বাংলাদেশ আজ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে।

বুধবার সকালে মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-১ আসনের সাংসদ অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ এ সব কথা বলেন।

এমপি বাদশাহ্ বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা। যারা বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েও পাকিস্তানের স্বপ্ন দেখে তারা আজও সক্রিয় রয়েছে। দেশে আরেকবার লড়াই হবে। সেই লড়াই হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহাদত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ভারপ্রাপ্ত কমান্ডার হায়দার আলী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম গেরিলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক টিপু নেওয়াজ।

আলোচনা সভা শেষে সাংসদ এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর মুর‌্যাল ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।

সকালে সুর্য্যদয়ের সাথে সাথে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দুপুরে উপজেলার বাগোয়ান মহিলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে কেক কাটা হয়।