রাজবাড়ীতে গ্রাম পুলিশের বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

0
113
RAJBRI-DROHO-16-P1

রাজবাড়ী প্রতিনিধি

রাজকাড়ীতে গ্রাম পুলিশ বাহিনীর চাকুনি সরকারী করার রায় বাস্তবায়ন ও বর্ষপুর্তিতে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

গ্রাম পুলিশদের চাকুরি সরকারী করণের দাবিতে দায়ের করা রিটের রায় ঘোষনার এক বছর পূর্তিতে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রাজবাড়ী জেলা শাখা। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির সভপতি উজ্জল খান, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা ফাতেমা আক্তার মনি, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক আলাউদ্দিন খা, সদস্য আতিক ফকির প্রমুখ।

সভাপতি উজ্জল খান বলেন, এই রায় পাওয়ার পরে আমরা সবাই এই ঐতিহাসিক রায়কে বঙ্গবন্ধুর নামে উৎস্বর্গ করি। তবে আজ প্রর্যন্ত এই রায় বাস্তবায়ন হয়নি। আমরা এই সরকারের রায়কে অতি দ্রুত বাস্তবায়ন চাই।

উল্লেখ্য, গ্রাম পুলিশদের চাকুরি সরকারী করণ ও জাতীয় বেতন কাঠামোর ১৯ ও ২০তম গ্রেড উন্নতি করণের দাবিতে ২০১৭ সালে হাইকোর্টে জাতীয় বেতন কাঠামোর ১৯ ও ২০তম গ্রেডে উন্নতি করণের দাবিতে একটি রিট দায়ের করেন তারা। যার প্রেক্ষিতে ২০১৯ সালের ১৫ ডিসেম্বর ওই রিট বাস্তবায়নের রায় দেন আদালত।