নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

0
436
Khoksa-Nodi-Dro-12-7-p-5-compressed

এবারে গড়াই নদীর ভাঙ্গন যেন সর্বগ্রাসী রুপ নিয়েছে। গত শুষ্ক মৌসূমে খোকসা উপজেলা সদরের শহর রক্ষা বাঁধের উজানের হিলালপুর-ওসমানপুর আশ্রয়ন প্রকল্প এলাকার নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। ভাঙ্গনরোধে বালির বস্তা ফেলে পানি উন্নয়ন বোর্ড। ভাঙ্গন কিন্তু থামেনি। ইতোমধ্যেই নদী গর্ভে বিলিন হয়ে গেছে আশ্রয়ন প্রকল্পের পাকা কমিউনিটি সেন্টার। মূল আশ্রয়ন প্রকল্পের ৩০ পরিবারের জন্য বরাদ্দ দেওয়া বসবাসের সেডের ৫ গজের মধ্যে ভাঙ্গন পৌছে গেছে। আবার আশ্রয়হীন হতে চলেছে ছিন্নমূল পরিবার গুলো।

Khoksa-Nodi-Dro-12-7-p-4-compressed

সর্বগ্রাসী গড়াইেএই ছিন্নমূল ভূমিহীনের কেড়ে নেওয়া জমির আ্বলি দেখাচ্ছেন।

হিলালপুর-ওসমানপুর আশ্রয়ন প্রকল্পের কমিউনিটি সেন্টারটির সিংহ ভাগ গড়াউ নদীতে বিলিন হয়ে গেছে।

Khoksa-Nodi-Dro-12-7-p-1-compressed

আশ্রয়ন প্রকল্পের এই শিশুরা জানেনা অনাগত ভবিসৎ।