নির্বাচনে হারলে হয়ত দেশ ছাড়তে হবে- ট্রাম্প

0
136
DROHO 19-10-2020-H-P-6
ডোনাল ট্রাম্প

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বরের নির্বাচনে হেরে গেলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হতে পারে।

শুক্রবার জর্জিয়ার ম্যাকোন শহরে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেন।

তিনি বলেন, “আমি হেরে গেলে কি হবে আপনারা কল্পনা করতে পারেন? হেরে গেলে আমার ভাল লাগবে না। আমাকে হয়ত দেশ ছেড়েই চলে যেতে হবে। আমি জানি না।” দুই ঘন্টার এই বক্তৃতায় ট্রাম্প মাঝে মাঝে করোনাভাইরাস, বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে কথা বললেও তার বক্তব্যের বেশিরভাগ জুড়েই ছিল ব্যক্তিগত অভিযোগ।

বাইডেনের প্রচারাভিযানে সামজিক দূরত্ব এবং মাস্ক পরার বিধি নিয়েও ট্রাম্প আবারও ঠাট্টা করেছেন।

আর এসব নিয়ে কথা বলতে গিয়েই এক পর্যায়ে ট্রাম্প বলেন, “আমার হাসি-ঠাট্টা করা উচিত না। কেন জানেন? প্রেসিডেন্টের রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী দৌড়ে থেকে আমার ওপর চাপ যাচ্ছে।”

গত মাসে জো বাইডেনের নির্বাচনী তহবিল রেকর্ড ৩৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার হলেও ট্রাম্প সংগ্রহ করতে পেরেছেন মাত্র ২৪ কোটি ৭০ লাখ ডলার। তবে ট্রাম্প বলেছেন, তিনি আরও তহবিল সংগ্রহ করে বিশ্বের সবচেয়ে বড় তহবিল সংগ্রাহক হতে পারতেন। কিন্তু তিনি তা করতে চান না।