পদ্মা সেতুতে প্রাইভেট কার পার্কিং করায় জরিমানা

0
102

দ্রোহ অনলাইন ডেস্ক

পদ্মা সেতুতে অবস্থান ও গাড়ি পার্কিং করার দায়ে কয়েকজনকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর দেড়টার দিকে ৭ থেকে ৮ জনকে এ জরিমানা করা হয়। তারা সবাই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সেতুতে অবস্থান করছিল। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সেতুর মাওয়া প্রান্তে এদের জরিমানা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর অভিযান পরিচালনা করার বিষয়ে নিশ্চিত করেছেন।

আরো পড়ুন – মাদকের লাগাম টানতে সামাজিক আন্দোলন জরুরী

তিনি জানান, আমরা পদ্মা সেতুর মুন্সীগঞ্জ অংশে অবস্থান করছিলাম। দুপুর দেড়টার দিকে সেতুর মধ্যখানে প্রাইভেট কার থামিয়ে ৭ থেকে ৮ জন ব্যক্তি সেতুতে অবস্থান করেন এবং গাড়ি পার্কিং করেন। তারা ঢাকা থেকে জাজিরা যাচ্ছিল। সরকারি বিধিনিষেধ অমান্য এবং অবৈধ পার্কিংয়ের দায়ে ওই ব্যক্তিদের ১ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ভবিষ্যতে এমন কাজ করবে না বলে তারা অঙ্গীকার করলে তাদেরকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। কেউ যেন কোনোভাবে সরকারি আদেশ অমান্য না করে, সেজন্য আমরা সেতুতে অবস্থান করছি।