পাংশায় সরকারী জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ

0
90
Pangsah-dro-20-p-12

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বাগলী বাজারের সরকারী জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মানের অভিযোগ উঠেছে।

বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, শরিষা ইউনিয়নের পার ডেমনামারা গ্রামের মোকিম মোল্লার ছেলে মসিউর মোল্লা দীর্ঘদিন ধরে বাগলী বাজারের সরকারী জায়গা অবৈধ ভাবে দখল বরে ব্যবস্যা করে আসছিল। সম্প্রতি ঝড়ে তার দোকান ঘর ক্ষতিগ্রস্থ হয়। শুক্রবার দিনগত রাতে ওই ব্যবসায়ী সরকারী জমিতে পাকা ঘর নির্মান শুরু করেন।

পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেন। ব্যবসায়ীকে ঘর নির্মান বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু প্রভাবশালী ব্যবসায়ী সব নির্দেশ উপেক্ষা করে ঘর নির্মান অব্যহত রেখেছেন।

শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, মসিউর মোল্লা রাতের আধাঁরে দোকান ঘর উত্তোলনের বিষয়ে তিনি শুনেছেন।

এ ব্যপারে শরিষা ইউনিয়ন ভূমি কর্মকর্তা রেজাওয়ান মিয়ার সাথে কথা হলে তিনি জানান, সরকারী জমি দখল করে ঘর নির্মানের ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ব্যাপারে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান বাগলী বাজারে সরকারী জায়গা দখল করে অবৈধ ভাবে দোকান ঘর উত্তোলনের চেষ্টা চালাচ্ছে এক ব্যবসায়ী। এ বিষয়ে অবগত হওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সাথে ব্যবসায়ীকে ঘর উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

সরকারী জমি দখলদার মশিউর মোল্লা ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করার কথা অকপটে স্বীকার করেন।