প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর ফোন

0
98
BDPM-NPM-DRO-9-2-p1
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। ফাইল ছবি

নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবার আশ্বাস

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ ৫০ হাজার মেট্রিক টন সার সরবরাহ করবে নেপাল কে। প্রধানমন্ত্রী শেখে হাসিনা এমন আশ্বাস দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মাকে। দীর্ঘ ২০ মিনিট টেলিফোনের আলাপচারিতায় নেপালকে রেল ট্রানজিট প্রদানের ব্যাপারেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা টেলিফোনে প্রধানমন্ত্রীকে এই সকল চাহিদার কথা জানান।

আরও পড়ুন-প্রণব মুখার্জির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন সার চেয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। জবাবে প্রধানমন্ত্রী নেপালকে সার দিতে সম্মত হয়েছেন।’ নেপালের প্রধানমন্ত্রী এ জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইহসানুল করিম আরও বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, ব্যবসা-বাণিজ্য জোরদারে শিগিগরই দুই দেশের মধ্যে প্রিফারেনসিয়াল ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হবে।