বসুন্ধরা শপিং মল ছাড়তে স্টার সিনেপ্লেক্সকে নোটিস

0
99
বসুন্ধরা শপিং মল স্টার সিনেপ্লেক্স

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর বসুন্ধরা শপিং মল ছাড়তে স্টার সিনেপ্লেক্সকে নোটিস পাঠানো হয়েছে। চুক্তি না বাড়লে হয়ত এই স্থান ছাড়তে হতে পারে। তবে বন্ধ হচ্ছে না স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম।

সম্প্রতি মার্কেট মালিক পক্ষ থেকে তাদের ফ্লোর ছাড়তে নোটিস দেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির মিডিয়া-বিপণন বিভাগের ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।

২০২০ সালের অক্টোবর পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের সঙ্গে চুক্তি ছিল বসুন্ধরা সিটি কমপ্লেক্স। এরপর মেয়াদ না বাড়ালে বসুন্ধরা সিটি থেকে স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম সরিয়ে নিতে হবে বলে জানিয়েছে সিনেমা হলটি। বসুন্ধরা আউটলেট বন্ধ হলেও সীমান্ত স্কয়ার ও মহাখালীর এসকে টাওয়ারের তাদের আউটলেট খোলা থাকবে।

২০০৪ সালে বসুন্ধরা সিটিতে ফ্লোর ভাড়া নিয়ে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হয়। এরপর থেকে না না সময়ে দেশি ও বিদেশি ছবি মুক্তি ও প্রচারণার সঙ্গে যুক্ত হয়ে স্টার সিনেপ্লেক্স শহরের জীবনযাপনের অংশ হয়ে উঠে। সম্প্রতি সিনেমা হল খুলে দেওয়ার প্রসঙ্গে একটি প্রেস কনফারেন্সের আয়োজনও করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।