বাংলা নববর্ষের অনুষ্ঠান নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৩ নির্দেশনা

0
27
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলা বর্ষবরণের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। আতশবাজি ও ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ করা হয়েছে। বাংলা নববর্ষ নিয়ে অপপ্রচার চালালে আনা হবে আইনের আওতায়।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কে বাংলা নববর্ষ উদযাপন উপলে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সারাদেশের মতো রাজধানীর রমনা বটমূল, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, রবীন্দ্র সরোবর, কূটনৈতিক এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। ঢাকা মহানগর ছাড়াও সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে অগ্নিনির্বাপক গাড়ি, অ্যাম্বুল্যান্স ও মেডিকেল টিম থাকবে।

বর্ষবরণের অনুষ্ঠানে যৌন হয়রানি, ছিনতাই, পকেটমারসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে মোবাইল কোর্ট এবং গোয়েন্দা বাহিনী নিয়োজিত থাকবে। বর্ষবরণ অনুষ্ঠানে ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ। কারাগারগুলোতে উন্নত খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ফানুস বা আতশবাজি পোড়ানো যাবে না বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।