বুধবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন

0
103
Shassod-Dro-9-p-17-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন বুধবার বিকালে শুরু হবে। এটি হবে এ সংসদের অষ্টম অধিবেশন।

দেশে প্রাণঘাতী করোনা মহামারির মধ্যেই বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৫৬ হাজার ৯৭৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তব্যে করোনা মহামারির নেতিবাচক প্রভাব থেকে অর্থনৈতিক উত্তরণের দিকনির্দেশনা দেবেন অর্থমন্ত্রী।

ইতিমধ্যেই সরকার যে প্রতিকূল অবস্থার মুখোমুখি হয়েছে এবং মানুষের জীবন ও জীবিকা রক্ষায় যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা বর্ণনা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ইতিমধ্যেই যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে গুরুত্ব দিয়ে ২০২০-২১ অর্থবছরের জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে।

গত অর্থবছরের বাজেট ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। পরে সংশোধনী বাজেটে তা কমিয়ে হয় ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা। গত ১৮ মে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ বাজেট অধিবেশন আহ্বান করেন।