ভাবনার নদী গুলো

0
40

আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে/ বৈশাখ মাসে তার হাটু জল থাকেন/.. .. .. আঁচলে সেকিয়া তারা ছোট মাছ ধরে। কবিগুরুর ভাবনার নদী গুলো চৈত্রের শুরুতেই শুকিয়ে গেছে। প্রমত্য পদ্মার প্রধান শাখা গড়াই নদীর এই হাল। নদীটি পানি শুন্য হয়ে গেছে কয়েক সপ্তাহ আগেই। একটু স্নানের জলের জন্য নিচু স্থান খুজতে হয়। কুষ্টিয়ার খোকসার শহড় রক্ষার বাঁধ এলাকা থেকে রবিবার দুপুরে ছবি গুলো তোলা।