রাষ্ট্রীয় মর্যাদায় এমপি আব্দুল হাইকে সমাহিত করা হলো

0
39
ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন করা হয়েছে।

রবিবার সকাল ৮ টায় জাতীয় সংসদ ভবনের দণি প্লাজায় মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিমান বাহিনীর এয়ার এ্যাম্বুলেন্স যোগে মরদেহ ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আনা হয়। সেখান থেকে সড়ক পথে আরাপপুরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের ২য় জানাযা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

ঝিনাইদহ ছাড়াও আশপাশের জেলার শত শত নেতাকর্মীরা মরহুমের জানাযায় অংশ নেয়। বাদ আছর শৈলকুপা উপজেলা শহরের ডিগ্রি কলেজ মাঠে ৩য় জানাযা ও বাদ মাগরিব গ্রামের বাড়ি শৈলকুপার মোহম্মদপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা অনুষ্ঠানে ঝিনাইদহের অন্যান্য আসনের সংসদ সদস্যগন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও মরহুমের ছেলে ব্যারিষ্টার জিসান হাই জানাজা পুর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উল্লেখ্য শনিবার সকালে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ব্যাংককের স্থানীয় সময় সকাল ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় এমপি আব্দুল হাই মৃত্যুবরণ করেন।