ভারতে একদিনে ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত

0
95
Indea-Dro-23-7-p-19
ভারতের ম্যাপ

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭২০ জন রোগী শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এ অবধি ভারতে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জনে।

বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে আছে ভারত। ১ম এবং ২য় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

গত এক মাসে দৈনিক মৃত্যুর সংখ্যা ৫০০ থেকে ৬৫০ এর মধ্যে উঠানামা করলেও বুধবার তা হাজার ছাড়িয়ে যায়। দেশটিতে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৮২ হাজার ৬০৭ জন। সুস্থ হওয়ার হার ৬৩ দশমিক ১৮ শতাংশ। দেশটির সরকারি পরিসংখ্যান থেকে জানা গেছে, বুধবার দেশটিতে সর্বোচ্চ সংখ্যক, তিন লাখ ৫০ হাজার ৮২৩টি নমুনা সংগহ করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দেড় কোটিরও বেশি।

বুধবার এখানে আরও এক হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৬১ জনে। ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত নিয়ে শীর্ষে আছে মহারাষ্ট্র। একদিনে রাজ্যটিতে রোগী বেড়েছে সাড়ে ১০ হাজারেরও বেশি।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই