স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রী’র মৃত্যু

0
107
Faridpur-Dro-24-7-p-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্বামী তার স্ত্রী’র শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। দগ্ধ হবার আটদিন পরে স্ত্রী’র মৃত্যু হয়। নিহত জোৎনা বেগম সদর উপজেলার ঘোড়াদাহ গ্রামের রাশেদ মোল্লার স্ত্রী।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর থেকে জোৎনার স্বামী রাশেদ এবং তার ভাই পলাতক রয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেন, ১৬ জুলাই যৌতুকের দাবি নিয়ে জোৎনা-রাশেদ দম্পতির পারিবারিক কলোহের জের ধরে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে স্বামী রাশেদ এবং তার পরিবারের সদস্যরা গৃহবধূ জোৎনার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

গৃহবধূ জোৎনার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গৃহবধূর শাররিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানন্তর করা হয়।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

তিনি আরও বলেন, এ ঘটনায় জোৎনার ভাই জলিল শেখ বাদী হয়ে থানায় মামালা দায়ের করেছেন। আমরা অপরাধীকে ধরার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুতই নিহতের স্বামীসহ অন্যদের আইনের আওতায় আনতে সক্ষম হব।