ম্যানচেস্টার সিটি-পিএসজির গতির লড়াই বুধবার

0
159

দ্রোহ স্পোর্টস ডেস্ক

প্রতিপকে গুঁড়িয়ে দেওয়ার শক্তিটা দু’দলেরই মূল অস্ত্র। খেলার ধরনের তফাৎ বলা যায় উনিশ-বিশ। এমন দুটি কাব যখন মুখোমুখি হয় তখন সেটা আরও উত্তাপ পূর্ণ হওয়ারই কথা।

বুধবার প্যারিসে তেমন কিছু দেখার অপোয় ফুটবলবিশ্ব। কেননা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপে মাঠে নামছে পিএসজি।

সর্বশেষ প্যারিসের লড়াইটাও বেশ জমেছিল দু’দলের। ২০১৬ সালের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারের প্রথম লীগে কেউই জয় পায়নি। বুধবারের ম্যাচটি সেভাবে শেষ হোক চাইবে না কেউই। অন্তত একটা ফল নিয়েই ঘরে ফেরার আশা তাদের। মাঠে নামার আগে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাও পিএসজির আক্রমণ নিয়ে ভয়ে, ‘তাদের দলে নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া, ড্রাপেলরের মতো দ ফুটবলার আছে। তারা প্রতিপকে চাপে ফেলতে বেশ কার্যকর। তবে আমাদের চেষ্টাটা থাকবে সুযোগ মিস না করা। অন্তত পজিটিভ একটা ফলাফল নিয়ে ফেরা।’

অন্যদিকে পিএসজিও ভাবছে সিটি তাদের সহজে ছাড়বে না। পরীায় পাস করেই যেতে হবে ফাইনালে। তার জন্য ঘরের মাঠে জয় দিয়েই শুরুটা চান লিগ ওয়ানের কাবটির কোচ পচেত্তিনো, ‘আমরা কঠিন একট প্রতিপকে মোকাবিলা করব। তাদের এমন কিছু ফুটবলার আছে, যারা কিনা মুহূর্তেই ব্যবধান গড়ে দিতে পারে।’

তবে পিএসজির অন্যতম প্রাণভোমরা নেইমার হুমকিই দিয়ে রাখলেন, ‘আমরা ম্যানসিটিকে সম্মান করি। তারা শক্ত প্রতিপ। তবে বার্সেলোনা, বায়ার্নকে আমরা যেভাবে হারিয়েছিলাম, ম্যানসিটির সঙ্গেও সেটাই হবে।’