ম্যারাডোনা আর নেই

0
112
MARADONA-DROHO-26-P2
দিয়াগো ম্যারাডোনা

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বখ্যাত ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

বুধবার স্থানীয় সময় বিকেলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬০ বছর। গত মাসে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে সফল অস্ত্রোপচারও হয়। এরপর সুস্থ হয়েই হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন। এর আগেও বেশ কয়েক বার অসুস্থ হয়েছেন ৮৬’র বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছে। লিখেছে, ‘কিংবদন্তির বিদায়ে আমরা গভীরভাবে শোকাহত। সব সময় তুমি আমাদের হৃদয়ে থাকবে।

ম্যারাডোনা আর্জেন্টিনার জার্সিতে চারটি বিশ্বকাপ খেলেছেন। এর মধ্যে ১৯৮৬ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। মাঠেও দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ফাইনাল জেতান তিনি। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তার ‘হ্যান্ড অব গড’ চিরস্মরণীয়। কিংবদন্তি এই ফুটবলার আকাশি-নীল জার্সিতে ৯১ ম্যাচ খেলে করেছেন ৩১ গোল।