রাজবাড়ীতে সড়কের উন্নয়ন কাজ শেষ করার দাবিতে মানববন্ধন

0
142
RAJ-droho-28-p6

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার বাগমারা-জৌকুড়া সড়কের নির্মার কাজ দ্রুত শেষ করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

বুধবার সকালে জৌকুড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে মিজানপুর ও চন্দনী ইউনিয়ন বাসী।

জানা গেছে, ৩১ কোটি টাকা চুক্তিমূল্যে বাগমারা-জৌকুড়া সড়কটির উন্নয়ন কাজ ১৮ মাসে শেষ করার কথা থাকলেও তিন বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। উল্টো করে সড়কের উপর বিভিন্ন যন্ত্রপাতি রেখে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।

সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাওসারুল ফেরদৌস, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজম মন্ডল, ইউপি সদস্য ফয়সাল আহমেদ চান্দু, চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, চন্দনী ইউনিয়নের বাসিন্দা মোশারফ সিকদার প্রমুখ।

বক্তারা দ্রুততম সময়ে সড়কটির নির্মান কাজ শেষ করার দাবি জানান।